ফরিদপুরের সদরপুরে গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের ৪টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ২ টা ৪৫ মিনিটে উপজেলার আকোটের চর ইউনিয়নের চোকদার ডাঙ্গী গ্রামের শেক আইনদ্দিনের পুত্র করিম শেখের বাড়িতে বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুর সালাম খাঁন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ২টা ৫৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থল প্রত্যন্ত গ্রাম এবং রাস্তা সরু হওয়ায় যাওয়ার আগেই গোয়াল ঘরে থাকা ১টি গরু এবং ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ির ঘর আগুনে পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ ৫০ হাজার টাকার মতো হবে। তবে, গোয়াল ঘরের মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম বেপারী মুঠোফোন বলেন, আমি একটু ইউনিয়নের বাইরে আছি। সকালে আমি শুনেছি যে একটি ঘর ও ৪ টি গরু-ছাগল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসার পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার কেও অবগত করেছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply