নগরকান্দা থানায় ২ এপ্রিল ২০২৩ তারিখে মুরগির ট্রাকে ডাকাতি মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও টাকা উদ্ধার সংক্রান্ত এক প্রেস ব্রিফিং আজ বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল প্রেস ব্রিফিং এ জানানো হয়।
গত ২ এপ্রিল ২০২৩ তারিখ দুপুর অনুমান ১.১৫ মিনিটের সময়ে নগরকান্দা থানাধীন বাসাগাড়ি গ্রামস্থ ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে রেল লাইনের ৫০০ গজ উত্তরে পোল্ট্রি মুরগী ব্যবসায়ী একটি খালি পিকআপ গাড়ী ঢাকার কাপ্তান বাজার হতে ঝিনাইদহ যাওয়ার সময়ে ০৫ জন অজ্ঞাতনামা ডাকাত উল্লিখিত স্থানে দুইটি মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামায়। ডাকাতরা গাড়ীতে থাকা ড্রাইভার
মোঃ নুরুস খা, হেলপার রাকিব শেখ(২০),
পিং- নাসির শেখ, গ্রাম- চরবলেশ্বর, থানা-ইন্দরকান্দি, জেলা- পিরোজপুর, হেলপার
বেলায়েত হোসেন(২৩), পিং- মৃত আব্দুল লতিফ মৃধা, গ্রাম- ঘোষেরহাট, থানা-ইন্দরকান্দি, জেলা- পিরোজপুর ও মুরগী ব্যবসায়ী সোহেল খানকে গাড়ী থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি মারে। এরই এক পর্যায়ে ০৩ জন ডাকাত ড্রাইভার মোঃ নুরুস খার কাছ থেকে জোর করে গাড়ীর চাবি নিয়ে গাড়ীতে থাকা মুরগী কেনার ৫,৮৬,০০০/-(পাঁচ লক্ষ ছিয়াশি হাজার) টাকা ও মুরগী ব্যবসায়ী গাড়ীর মালিক সোহেলের কাছে থাকা একটি এমআই-11 মোবাইল ফোন নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভাংগা বিশ্বরোডের দিকে চলে যায়। উক্ত ঘটনায় ড্রাইভার মোঃ নুরুস খা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দিলে নগরকান্দা থানার মামলা নং-০৬ তারিখ ০২/০৪/২৩ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ রুজু হয়। দীর্ঘদিন বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদল সনাক্ত ও গ্রেফতারের চেষ্টার পর নগরকান্দা থানার একটি টিম গত ২১/০৯/২৩ তারিখ মাদারীপুর জেলার শিবচার থানার যদুয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত
১। আঃ সালাম বেপারী(৪২),
২। মোঃ সোহেল সরদার (৩০) দ্বয়কে আটক করে। আটক ডাকাত সালাম বেপারীর স্বীকারোক্তি ও দেখানো মতে, তার কাছ থেকে ডাকাতির সময়ে লুণ্ঠিত একটি এমআই-11 মোবাইল ফোন ও ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ডাকাত সালাম ও সোহেলের দেয়া তথ্য মতে, তাদের নিয়ে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর চৌরাস্তা এলাকা হতে তাদের সহযোগী ডাকাত ৩। মোঃ রুবেল আকন (৪০) কে গ্রেফতার করে তার নিকট হতে ডাকাতির লুণ্ঠিত ১,০৭,০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা উদ্ধার করা হয়। পুনরায় আসামী রুবেলের দেয়া তথ্যমতে ঢাকার আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে সহযোগী ডাকাত ৪। পাভেল খান (৩২) কে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা সবাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক অপর ডাকাতের তথ্য প্রদার করে। পলাতক ডাকাতকে ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যহত আছে ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply