ফরিদপুরে ডেঙ্গু মশা নিধনে কাজ শুরু করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এ ডেঙ্গু মশানিধন কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার সকালে জেলার সরকারি রাজেন্দ্র কলেজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতারা।
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকেই জনসাধারণের পাশে রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। তেমনি ডেঙ্গু ও এডিস মশা নিধনেও ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply