ফরিদপুরের বোয়ালমারীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেওয়াগ্রাম অলোকানন্দ দাসের বাড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ফরিদপুর-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ৫ শতাধিক ভক্তদের উদ্দেশ্য সাখাওয়াত হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মহাপুণ্য তিথিতে বেদকী ও বাসুদেবের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে অত্যাচারী কংসের কারাকক্ষে পুত্ররূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতনীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।
এ সময় উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে কীর্তন পরিবেশন করেন সুশীল এবং গোপালের দল। বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ভক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুকুল বসু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী পিকুল দাস, গুনবহা ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, মিঠুন বসু, উজ্বল বসু প্রমুখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply