ফরিদপুরের সদরপুর উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-২য় পর্যায় এর অধীনে চরডুবাইল পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক হান্নান হাওলাদারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি বিশেষজ্ঞ ড. মোঃ আবুল হাসেম, আইএসপিএমসি বাপাউবো ফরিদপুর, মোঃ শাখাওয়াত হোসেন, জুনিয়র কৃষি বিশেষজ্ঞ আইএসপিএমসি বাপাউবো ফরিদপুর, সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, পানি উন্নয়ন বোর্ডের ডব্লিউ এমও মনিটর কাম এসএফ মোঃ মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ও মোঃ বিল্লাল হোসেন।
জানা যায়, স্থানীয় ভাবে কৃষকদের মাঝে ব্রি ধান ৯২ জাতের সমৃদ্ধি এবং কৃষকের খাদ্যশষ্য উন্নয়নের লক্ষ্যে দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পিএমও কর্তৃক আয়োজিত হয় এ মাঠ দিবস।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply