ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায়। তার বদলী জনিত বিদায়ী উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ফরিদপুর জেলা শাখার আয়োজনে, (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সদস্য সচিব ও ফরিদপুর জেলা শাখা (বাপাসা)”র সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত ইউপি সচিবগণ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply