বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের খালাসিডাঙ্গী এলাকায় সাধারণ জনগন ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় সচেতনতা বৃদ্ধিতে দিক নির্দেশনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বলেন, করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যবহারে করোনাভাইরাস কম ছড়ায়। এছাড়া করোনা প্রতিরোধে নিরাপদ দুরুত্ব ও সাবান দিয়ে ঘনঘন হাত ধুতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply