ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িযত্ব পেয়েছেন কলেজের সহকারী অধ্যাপক এম এম মুজিবুর রহমান। গত ৭ মে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
এম. এম. মুজিবুর রহমান মুজিব ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আ. মালেক মোল্যার ছেলে। তিনি ১ মার্চ ১৯৭২ খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ঐতিহ্যবাহী ময়না আনন্দ চন্দ্র বোস ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ১৯৮৮ সালে বোয়ালমারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায়ই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি নিজের এলাকা ময়না ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। এরপর ১৯৯৭ সালে প্রভাষক পদে আলফাডাঙ্গা আদর্শ কলেজে যোগদান করেন, ২০১৩ সালে সহকারী অধ্যাপক হন। অর গত ৭ মে ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply